সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

আরো পড়ুন

সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ছিল এক অনন্য আবেগঘন আয়োজন। শ্রদ্ধা, ভালোবাসা, আনন্দ ও গর্বের অপূর্ব এক মেলবন্ধনে পরিণত হয় এ দিনটি। সাজসজ্জা, ফটোসেশন, রঙিন মুহূর্ত, স্মরণিকা ও ক্রেস্ট বিতরণ—সবকিছু মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা।

ছাত্রছাত্রীদের রঙিন পাঞ্জাবি ও শাড়ি পরিহিত উপস্থিতিতে কলেজ ক্যাম্পাস যেন রূপ নেয় একখণ্ড রঙিন আসমানে। বন্ধুত্বের অটুট বন্ধন ও অতীত চার বছরের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় অসাধারণ ফটোশুট, ড্রোন শট এবং ভালোবাসামাখা লেখা দিয়ে সাদা টি-শার্টে বিদায়ের ক্ষণকে চিহ্নিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আখতার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান রমা সাহা, অধ্যাপক অসীম কুমার দত্তসহ বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং কলেজের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত ছিল বিদায়ী শিক্ষার্থীদের সম্পাদনায় এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতায় প্রকাশিত ‘অনন্তধারা’ বইয়ের মোড়ক উন্মোচন। বইটির সম্পাদনায় ছিলেন শাকিল আহমেদ, শেখ এজাজ আহমেদ, আব্দুল্লাহ আল মামুন ও রুবাইয়াত ইসলাম তৃপ্তি।

অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন শাহিদ হাসান, রিয়াজুল ইসলাম, রনি হোসেন, সজীব সরকার, নাসিম রেজা, সুমাইয়া নুর কেয়া, দিয়া সাহা, সাদিয়া হাসান বিন্দু, হুসাইন আহমেদ ও মামুনুর রহমান।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হুসাইন আহমেদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাম্মিয়ারা মিতা এবং প্রথম বর্ষের শিক্ষার্থী শুয়াইব আহমেদ মেহেদী।

এই বিদায় অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, ছিল ভালোবাসা, কৃতজ্ঞতা আর ভবিষ্যতের পথে এগিয়ে চলার এক উজ্জ্বল স্মারক।

আরো পড়ুন

সর্বশেষ