যশোরের অভয়নগরে কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সোমবার (২৬ মে) উপজেলার সুন্দলী ইউনিয়নের ডগরমশিয়াহাটী গ্রামের বেড়েধাপাড়ায় দিনভর ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে গিয়ে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা তুলে দেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। সঙ্গে ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, স্থানীয় নেতৃবৃন্দ ও নিহত তরিকুলের বড় ভাই এস এম রফিকুজ্জামান টুলু।
ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, “এই ঘটনার পেছনে তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে, যারা রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল ও নগদ সহায়তা দেওয়া হয়েছে। বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।”
একইদিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জে এল ভৌমিকও ক্ষতিগ্রস্তদের হাতে নগদ সহায়তা তুলে দেন। এসময় জেলা পূজা উদযাপন পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলীম জানান, তরিকুল ইসলাম হত্যার ঘটনায় নিহতের ভাই এস এম রফিকুজ্জামান টুলু ১১ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে এবং অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িতদেরও শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২২ মে সন্ধ্যায় তরিকুল ইসলাম স্থানীয় পিন্টু বিশ্বাসের বাড়িতে চুক্তিপত্র সাক্ষরের জন্য গেলে সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনার পর উত্তেজিত জনতা ১৩টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে।

