যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার বেলতলা আমবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাসিব (২০) ও রফিকুল (২৬) নামের আরও দুই শ্রমিক। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে।
নিহত সৌরভ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সুকদেব মন্ডলের ছেলে। আহতরা একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মিন্টুর আমের আড়তের সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনজন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ তাদের ধাক্কা দিলে সৌরভ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। আহত হাসিব ও রফিকুল স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

