যশোরের চুড়ামনকাটিতে এক ইজিবাইক চালককে নৃশংসভাবে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম ডাবলু (৬৫), তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডাবলু পেশায় একজন ইজিবাইক চালক। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি ইজিবাইক নিয়ে বের হলেও সেদিন আর বাড়ি ফেরেননি। সন্ধ্যায় স্থানীয়রা চুড়ামনকাটি বাজারসংলগ্ন ব্র্যাক অফিসের কাছে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ডাবলু ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। ঊর্ধ্বতন কর্মকর্তারাও তদন্তে অংশ নিয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”
নিহতের পরিবার জানিয়েছে, ডাবলু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, ডাবলু একজন শান্ত ও নিরীহ স্বভাবের মানুষ ছিলেন। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। এ ঘটনায় এলাকায় শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

