যশোরের আলোচিত চয়ন দাস হত্যা মামলার পলাতক আসামি সনি কুমার দাস (১৭) অবশেষে গ্রেপ্তার হয়েছে। বুধবার (২২ মে) সদর উপজেলার শানতলা এলাকায় খালার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।
পিবিআই সূত্র জানায়, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি চুড়ামনকাঠি কুন্ডুপাড়ায় এক নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রামের দাসপাড়ার যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে পরদিন মল্লিকপুর এলাকায় সংঘর্ষ ঘটে, যেখানে চয়নের দুই বন্ধু জবীন ও স্বাধীন দাস ছুরিকাঘাতে আহত হন।
২৫ ফেব্রুয়ারি রাতে আহত বন্ধুদের দেখতে হাসপাতালে যাওয়ার পর ফেরার পথে শানতলা এলাকায় প্রতিপক্ষের হামলায় পড়েন চয়ন। তাকে রাস্তায় ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ঘটনার পর চয়নের পিতা নয়ন দাস যশোর কোতোয়ালি থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে নেমে পিবিআই ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তাদের মধ্যে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সবশেষ পলাতক আসামি সনি কুমার দাসকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।

