ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকচাপায় জিসান (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বড়দাহ মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান বড়দাহ গ্রামের বাসিন্দা মান্নান হোসেনের ছেলে এবং গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসার কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক জিসানকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জন শিকারী বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

