যশোরের শার্শা উপজেলার লক্ষণপুরে দারুল হাদিস দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান (৩০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান শার্শার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের বাসিন্দা রফিউদ্দিনের ছেলে। তিনি ওই মাদ্রাসায় নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
মাদ্রাসার শিক্ষক ইদ্রিস আলী ও শিক্ষার্থীরা জানান, নিচতলার একটি শ্রেণিকক্ষে কয়েক দিন ধরে সিলিং ফ্যান নষ্ট থাকায় সেটি পরিবর্তনের কাজ চলছিল। এ সময় রাকিব বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ফ্যানের তারের সঙ্গে কাজ করছিলেন। হঠাৎ বৈদ্যুতিক তারে স্পর্শ করায় তিনি মাটিতে পড়ে যান। সাথে সাথে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওহাব ঘটনাটি নিশ্চিত করে বলেন, “রাকিব হাসান আমাদের মাদ্রাসার দায়িত্বশীল নৈশ প্রহরী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

