মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, নজিরবিহীন দ্রুত রায়

আরো পড়ুন

মাগুরা, ১৭ মে: মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার সকাল সাড়ে ৯টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এহসানুল হক সমাজী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ গঠনের মাত্র ২৫ দিনের মধ্যেই রায় ঘোষণা একটি নজিরবিহীন উদাহরণ হয়ে থাকবে।

আদালত সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ২৩ এপ্রিল থেকে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। মাত্র ২১ কার্যদিবসে টানা শুনানি শেষে বিচারকাজ সম্পন্ন হয় এবং ৭৩ দিনের মধ্যে রায় ঘোষণা করা হয়।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত ৬ মার্চ শিশুটি বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। সেদিন দুপুরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, এবং ১৩ মার্চ সেখানে তার মৃত্যু হয়। এর আগেই, ৮ মার্চ শিশুটির মা ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।

১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা, সদর থানার পরিদর্শক (তদন্ত) আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে প্রধান আসামি হিটু শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় (ধর্ষণের ফলে মৃত্যু) অভিযোগ আনা হয়। অন্য তিন আসামির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন (দণ্ডবিধি ৫০৬) ও আলামত নষ্টের (দণ্ডবিধি ২০১) অভিযোগ আনা হলেও আদালত তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় খালাস দেন।

প্রধান আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানা গেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ