যশোরে চুরি ও হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। পাশাপাশি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ও বিকাশের ২ লাখ ৫৬ হাজার টাকাও মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করেন পুলিশ সুপার রওনক জাহান। জেলা পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইল ফোন, টাকা এবং অন্যান্য ডিজিটাল আইডি উদ্ধার করেছে। এছাড়া, প্রতারণার শিকার ৮ জন ভিকটিমকে শনাক্ত ও উদ্ধার করা হয়। হ্যাকড হওয়া ৪টি ইমো ও ১০টি হোয়াটসঅ্যাপ আইডিও পুনরুদ্ধার করেছে সংস্থাটি। এ সময় দুটি মামলায় জড়িত দুইজনকে আটক করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার রওনক জাহান বলেন, “প্রযুক্তির অপব্যবহার করে অপরাধীরা আরও বেশি ধূর্ত হয়ে উঠছে। তাদের ফাঁদে পা না দিতে জনসাধারণকে আরও সতর্ক হতে হবে। যে কোনো সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত পুলিশের সহায়তা নেওয়া জরুরি।”
তিনি আরও জানান, পুলিশ জনবান্ধব সেবা নিশ্চিত করতে এবং ডিজিটাল অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে।

