বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর বিওপির টহল দল সীমান্তে নজরদারি চালায়। টহল দল ভারতের দিক থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারিদের গতিবিধি টের পেয়ে ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী বলেন, “সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে আমরা সর্বদা তৎপর। এই অভিযান তারই অংশ। আমাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
স্থানীয়রা বিজিবির এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে। শাহজাদপুর এলাকার বাসিন্দা ওসমান গণি বলেন, “সীমান্ত এলাকায় মাদকের আগ্রাসন সমাজে অনেক ক্ষতি করছে। বিজিবি যদি নিয়মিত অভিযান চালায়, তাহলে অনেকটাই রক্ষা পাওয়া যাবে।”
উদ্ধারকৃত ফেনসিডিলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌগাছা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
জাগো/মেহেদী