‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ নিয়ে অশ্লীলতার অভিযোগ, আইনি নোটিশে

আরো পড়ুন

শোবিজ অঙ্গনের তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রাত ১০টায় ফাইনাল ম্যাচে স্বপ্নধরা স্পারটান্সকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গিগাবাইট টাইটানস। তবে এই জমকালো আয়োজনকে ঘিরে অশ্লীলতার অভিযোগে কয়েকজন তারকা ও আয়োজকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন এই নোটিশ প্রেরণ করেছেন। তিনি দাবি করেন, আয়োজিত টুর্নামেন্টে অংশ নেওয়া কয়েকজন নারী তারকা অশালীন পোশাক ও অঙ্গভঙ্গির মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছেন।

আইনি নোটিশে নাম উল্লেখ করা হয়েছে নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশার।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের জনগণ ক্রিকেটপ্রেমী এবং পরিবার নিয়ে খেলা উপভোগ করেন। সেই প্রেক্ষিতে সেলিব্রিটিদের অংশগ্রহণে এমন আয়োজন জনসাধারণের আগ্রহ বাড়ায়। তবে সাম্প্রতিক সেলিব্রিটি ক্রিকেট লিগে কিছু অভিনেত্রী ছোট পোশাকে উপস্থিত হয়ে ও অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ন করছেন। এমনকি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী মারুফা জামান মন্তব্য করেন, “ফিগার যদি না দেখাতে পারে তাহলে কীভাবে হলো?” — যা নোটিশকারীর মতে সরাসরি অশ্লীলতার পক্ষেই অবস্থান।

নোটিশে আরও বলা হয়, যেহেতু বাংলাদেশের জনগণের একটি বড় অংশ ইসলাম ধর্ম অনুসরণ করেন, তাই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার্থে ভবিষ্যতে খেলোয়াড়দের শালীন পোশাক পরিধান নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আয়োজক ও মেন্টরদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা অংশগ্রহণকারী অভিনেত্রীদের ড্রেস কোড ও আচরণ সম্পর্কে দিকনির্দেশনা দেন।

নোটিশ প্রাপ্তদের ১৫ দিনের মধ্যে এই বিষয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, ৫ মে টুর্নামেন্টের উদ্বোধন হয় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। টি-২০ ফরম্যাটের পাঁচ দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় চারটি দল— গিগাবাইট টাইটানস, জেভিকো কিংস, নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পারটান্স। গিগাবাইট টাইটানস দলে খেলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মৌসুমী হামিদ, মেহজাবীন চৌধুরীসহ আরও অনেক জনপ্রিয় তারকা।

 

আরো পড়ুন

সর্বশেষ