ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ৫৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ মে) রাতে মহেশপুর-৫৮ বিজিবির বিভিন্ন ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযানে এসব আটক করে।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারত যাওয়ার উদ্দেশ্যে মাঠিলা সীমান্ত পাড়ি দেওয়ার সময় একজনকে আটক করে মাঠিলা ক্যাম্পের সদস্যরা। একই দিন কুমিল্লাপাড়া সীমান্ত থেকে ৩ জনকে আটক করা হয়।
শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ২০ জন, খোশালপুর সীমান্ত থেকে ১৩ জন, বেনীপুর সীমান্ত থেকে ১৪ জন এবং বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

