যশোর শহরের চিত্রা মোড়ে ছুরিকাঘাত করে এক ট্রাকচালকের কাছ থেকে প্রায় ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ মে) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ট্রাকচালকের নাম ইউসুফ (৪৩)। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার হেলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউসুফ তার ট্রাকটি চিত্রা মোড়ে থামিয়ে ব্যক্তিগত প্রয়োজনেই নিচে নামেন। ঠিক তখনই দুই থেকে তিনজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। তারা ইউসুফের পেটে এবং পায়ের নিচে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ১৮ থেকে ১৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

