ফেনসিডিল মামলায় বেনাপোলের নুর মোহাম্মদকে ৩ বছরের কারাদণ্ড

আরো পড়ুন

যশোরের ফেনসিডিল চোরাচালান মামলায় বেনাপোলের মাদককারবারি নুর মোহাম্মদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান।

নুর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মামলার অপর আসামি, একই গ্রামের বকুল হোসেনকে আদালত খালাস দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ খবর পায়—বেনাপোল থেকে একটি বাসে ফেনসিডিল নিয়ে যশোরে আসছে একটি চক্র। বিকেল ৪টার পর যশোর-বেনাপোল সড়কের তেঘরিয়া মোড়ে একটি বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে নুর মোহাম্মদের ব্যাগ থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় বকুল হোসেন পালিয়ে যান।

ঘটনার পর কোতোয়ালি থানার ইন্সপেক্টর হারেজ সিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই তাসলিমা অভিযোগপত্র দাখিল করেন, যাতে নুর মোহাম্মদ ও বকুল হোসেনকে অভিযুক্ত করা হয়।

রায়ে বিচারক নুর মোহাম্মদকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেন, তবে প্রমাণের অভাবে বকুল হোসেনকে খালাস দেন।

 

আরো পড়ুন

সর্বশেষ