নিজস্ব প্রতিবেদক
আজ যশোরের নাভারন বাজার সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটবর্তী নাভারন হেলথ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জাগো/মেহেদী

