আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

আরো পড়ুন

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মমতাজ বেগম ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, মমতাজের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও মানিকগঞ্জে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের সহিংসতা ও হত্যাকাণ্ড সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে।

উল্লেখ্য, মমতাজ বেগম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন। এরপর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন।

491187787 2235225226932101 4102018306446544588 n.jpg? nc cat=103&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=sVtJacsHzH8Q7kNvwGvomEZ& nc oc=Adk5NwCQef6OGYJ6kmsgPe7P4G345hg1m1Set kdfz3BGBwqdSsCKza1vfRak4eJZX4& nc ad=z m& nc cid=0& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার আন্দোলনের পর থেকে তিনি জনসম্মুখ থেকে গায়েব হয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুপস্থিত ছিলেন দীর্ঘদিন। তার ফেসবুক পেজে ১৬ জুলাইয়ের পর কোনো পোস্ট দেখা যায়নি।

আত্মগোপনে থাকার ৮৮ দিন পর ১৩ অক্টোবর রাতে একটি গানের ভিডিও পোস্ট করে তিনি সোশ্যাল মিডিয়ায় ফেরেন। ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সেটির একটি লাইন—‘আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরান বান্ধিবি কেমনে’—নিয়ে শুরু হয় নানান ব্যাখ্যা ও আলোচনা। অনেকেই এটিকে তার আত্মগোপন ভেঙে ফেরার ইঙ্গিত বলে মনে করেন।

বর্তমানে মমতাজ বেগমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

আরো পড়ুন

সর্বশেষ