যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আজমতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের নোয়াব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে জামাল হোসেন নিজ বাড়ির উঠানে বিচালি গাদা করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি টেবিল ফ্যানের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এতে তিনি ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

