তীব্র তাপদাহে জ্বলছে দেশ, কিছু এলাকায় শিগগিরই বৃষ্টির সম্ভাবনা

আরো পড়ুন

সারা দেশে প্রচণ্ড তাপদাহে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। উচ্চ আর্দ্রতা ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বর্তমানে ৬০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, রোববার (১১ মে) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বছরের মধ্যে সর্বোচ্চ। ঢাকাতেও তাপমাত্রা ছুঁয়েছে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানান, ৪০-৪২ ডিগ্রি তাপমাত্রা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়, আর ৩৮-৩৯.৯ ডিগ্রির মধ্যে হলে তা মাঝারি তাপপ্রবাহ হিসেবে গণ্য হয়।

তবে আশার কথা হলো, সোমবার (১২ মে) থেকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে এ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং ১৬-১৮ মে’র মধ্যে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম জানান, বর্তমানে আর্দ্রতা কমে যাওয়ায় বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে না। সন্ধ্যায় তাপমাত্রা কমে এলে আর্দ্রতা বাড়বে এবং কালবৈশাখী ঝড়ের মাধ্যমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সোমবার থেকে তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হবে। মঙ্গলবার ও বুধবারও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ