বেতন বৈষম্য দূরীকরণসহ নিয়োগবিধি চেয়ে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

আরো পড়ুন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে সমপর্যায়ের বেতন-ভাতা ও গণতান্ত্রিক নিয়োগবিধি প্রণয়নের দাবিতে ঝিনাইদহে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতির আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনটির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ইমাদ উদ্দীন এবং সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে বিচার বিভাগে কাজ করলেও তারা এখনো জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় অন্তর্ভুক্ত হননি। এতে তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। পাশাপাশি ব্লক পদ বিলুপ্ত করে পদোন্নতির সুযোগ সৃষ্টি এবং একটি গণতান্ত্রিক নিয়োগবিধি প্রণয়নের দাবিও জানান তারা।

তাদের দাবি, বহুবার স্মারকলিপি প্রদান করা হলেও কোনো কার্যকর উদ্যোগ না থাকায় বাধ্য হয়ে কর্মবিরতির মতো কর্মসূচি নিতে হয়েছে। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

 

আরো পড়ুন

সর্বশেষ