নেশাগ্রস্ত ছেলের অপকর্মে অতিষ্ঠ পরিবার, থানায় বাবার অভিযোগ

আরো পড়ুন

 

নেশাগ্রস্ত ও বেপরোয়া ছেলের নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছে যশোর সদর উপজেলার লাউখালী গ্রামের রফিকুল ইসলামের পরিবার। নেশার টাকার জন্য ঘরের আসবাবপত্র ভাঙচুর, পরিবারকে মারধরের হুমকি, এমনকি এলাকার দোকানপাটে বাকিতে জিনিস নিয়ে পরিশোধ না করায় চরম বিপাকে পড়েছে পরিবারটি।

অভিযুক্ত যুবক আব্দুর রহমান আউফ (২৪) পেশাগতভাবে বেকার এবং এলাকায় বখে যাওয়া ছেলে হিসেবে পরিচিত। বাবা রফিকুল ইসলাম অভিযোগ করে জানিয়েছেন, আউফ এলাকার অসৎ ছেলেদের সঙ্গে মিশে নিয়মিত নেশা করে ও পরিবারে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বাবা-মায়ের কাছে প্রায়ই নেশার টাকা দাবি করে, না পেলে আসবাবপত্র ভাঙচুর, চুরি এমনকি পরিবারের সদস্যদের মারধরের হুমকি দেয়।

গত ১ মে দুপুরে এমন এক ঘটনার সময় পাওনাদারের টাকা পরিশোধের কথা বললে আউফ বাবাকে প্রাণনাশের হুমকি দেয় ও গালাগালি করে মারধরের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করেছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, আউফ বর্তমানে মদ্যপ ও হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় চলাফেরা করছে।

বিষয়টি নিয়ে তিনি যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং এলাকাবাসী ও ব্যবসায়ীদের সতর্ক করে বলেছেন, আউফের সঙ্গে কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন বা কেনাবেচা না করেন। তার কোনো অপকর্মের দায় পরিবার নেবে না বলেও জানিয়েছেন রফিকুল ইসলাম।

 

আরো পড়ুন

সর্বশেষ