বেনাপোল সীমান্তে দেশি পিস্তল ও গুলি উদ্ধার

আরো পড়ুন

যশোরের বেনাপোল সীমান্তের ধান্যখোলা জেলেপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি তৈরি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ মে) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া কার্তুজগুলোর ব্যারেলের অভ্যন্তরীণ ব্যাস ৮ মিলিমিটার এবং বডিতে ‘কঋ’ কোড খোদাই করা রয়েছে। এই কোডধারী কোম্পানি মূলত ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর জন্য অস্ত্রাংশ ও কার্তুজ তৈরি করে।, উদ্ধারকৃত গুলিগুলো সাধারণত ১৯৪০ থেকে ১৯৭০ সালের মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত হতো।

আরো পড়ুন

সর্বশেষ