ঝিকরগাছায় চেতনানাশক দিয়ে দুর্ধর্ষ চুরি, থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামে এক পাকা বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) গভীর রাতে থেকে ভোর পর্যন্ত, রাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে এ চুরি সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মো. রেজাউল ইসলামের (৬০) একতলা পাকা বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পরিবারের সদস্যদের ঘুমন্ত অবস্থায় চেতনানাশক স্প্রে করে অচেতন করে ফেলে। পরে তারা ঘরের ভিতর তল্লাশি চালিয়ে প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকাল ৯টার দিকে রেজাউলের নাতি মো. প্রান্ত ইসলাম (১৭) ঘুম ভেঙে দেখে পরিবারের অন্য সদস্যরা অচেতন অবস্থায় পড়ে আছেন। সে বিষয়টি প্রতিবেশী মো. তাজ ইসলামকে জানালে তিনি স্থানীয়দের সহযোগিতায় সবাইকে উদ্ধার করে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চেতনানাশকে অচেতন হয়ে পড়া ব্যক্তিরা হলেন—মো. রেজাউল ইসলাম (৬০), সুলেখা (৪০), সুলতা (২০), বলাকা (৫৫) এবং জাহিদুল ইসলাম (৪৭)। তবে রেজাউলের দুই নাতি—প্রান্ত ইসলাম (১৭) ও ফাতেমা মেহেরীন (১)—অচেতন হননি।

চেতনা ফিরে পাওয়ার পর রেজাউল ইসলাম জানান, রাতে কেউ কোনো অস্বাভাবিক শব্দ বা সন্দেহজনক কিছু টের পাননি। সব কিছুই নিঃশব্দে ঘটেছে বলে তারা ধারণা করছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ