ছাত্র আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করলেন যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াদ

আরো পড়ুন

৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে অবশেষে পদত্যাগ করলেন যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে বুধবার সমিতির কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে অফিস ত্যাগ করেন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী বলেন, রিয়াদ ক্ষমতার অপব্যবহার করেছেন এবং ব্যক্তি স্বার্থে বাস মালিক সমিতিকে ব্যবহার করেছেন। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত রিয়াদকে যশোরের ক্ষমতায় দেখতে চান না বলেও জানান তিনি। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ খানের নির্দেশে ওইদিন শহরে বিক্ষোভ মিছিলের পর কার্যালয়ে অবস্থান নেওয়া হয়।

রিজভী অভিযোগ করেন, কর্মসূচির সময় অজ্ঞাতনামা ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা চালায়। তবে কোনো ভীতির কাছে নত না হয়ে আন্দোলন চালিয়ে যায়। এসময় একজনকে বার্মিজ চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

অবশেষে রিয়াদ সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে কার্যালয় ত্যাগ করেন। আন্দোলনকারীদের দাবি, রিয়াদ সমিতির মাধ্যমে নানা অনিয়ম ও স্বজনপ্রীতিতে জড়িত ছিলেন।

এ বিষয়ে মিনি বাস মালিক সমিতির সভাপতি মোসলেম আলী জানান, আরিফুল ইসলাম রিয়াদ ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পরবর্তী নির্বাহী কমিটির সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বি.এম. আকাশ, সদস্য মেহেদী হাসান, জি.এম. মুন্না, রিয়াদ, ইমন বিশ্বাস, হাবিবুর রহমান, ইমন রিদয়সহ আরও অনেকে।

আরো পড়ুন

সর্বশেষ