বন্ধ কক্ষ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার, অতিরিক্ত মাদক সেবনের আশঙ্কা

আরো পড়ুন

একটি বন্ধ কক্ষ থেকে ফরিদ ও রুবেল নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটে সোমবার, সেলিম নামের এক ব্যক্তির বাড়িতে। অনেকক্ষণ কোনো সাড়া না পাওয়ায় বাড়ির লোকজন দরজা ভেঙে কক্ষে ঢুকে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তাদের মৃত্যু হয়েছে। কক্ষে বমির চিহ্ন পাওয়া গেছে, যদিও সরাসরি কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি। তবে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হবে।

দুই যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে সোমবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

 

আরো পড়ুন

সর্বশেষ