ভাতিজিকে নিয়ে নিখোঁজ যুবলীগ নেতা,

আরো পড়ুন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে ভাতিজিকে (১৯) নিয়ে নিখোঁজ রয়েছেন স্থানীয় যুবলীগ নেতা রিপন চন্দ্র দাস (৩৮)। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা রোববার (২৭ এপ্রিল) হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অভিযুক্ত রিপন চরঈশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলটিয়া গ্রামের প্রিয়লাল চন্দ্র দাসের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং তিন সন্তানের জনক। নিখোঁজ কলেজছাত্রী তার দূর সম্পর্কের ভাতিজি।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন ও ওই ছাত্রীর পরিবার পরস্পরের নিকট প্রতিবেশী। ছাত্রীর বাবার সঙ্গে রিপনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, প্রায়ই তাদের বাসায় যাওয়া-আসা করতেন তিনি। তবে ছাত্রীর পরিবারের অভিযোগ, কলেজে যাতায়াতের পথে মেয়েকে উত্ত্যক্ত করতেন রিপন এবং একপর্যায়ে প্রেমের প্রস্তাব দেন। বিষয়টি মেয়ের বাবা জানতে পারলে তিনি রিপনের পরিবারকে অবহিত করেন। এতে উল্টো তাকে হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, সরকার পরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি আবার এলাকায় সক্রিয় হন রিপন। গত শনিবার সকালে কলেজে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় তার সহযোগীদের সঙ্গে মিলে মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যান তিনি। এরপর থেকে মেয়েটির কোনো খোঁজ নেই।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত রিপনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ওসি আজমল হুদা বলেন, “মেয়েটির বাবার সঙ্গে অভিযুক্তের ভালো সম্পর্ক ছিল। একসঙ্গে খাওয়া-দাওয়া, ঘুমানো—সবই করত। ছেলেটিই মেয়েটিকে কলেজে আনা-নেওয়া করত। এখন সে মেয়েকে নিয়ে পালিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগ পেয়েছি, আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

 

আরো পড়ুন

সর্বশেষ