যশোর পালবাড়ী স্ত্রীর সাথে বাকবিতণ্ডার জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাত,

আরো পড়ুন

যশোর শহরের পালবাড়ী এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত হয়েছেন আল মামুন সোহাগ (৩৫)।
শনিবার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। আহত সোহাগ পালবাড়ী হাসিনা ক্লিনিক এলাকার বাসিন্দা এবং শামসুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগের স্ত্রী সোহানা আক্তার লিমার সঙ্গে প্রতিবেশী এক নারীর কথাকাটাকাটি হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে সোহাগের মামাতো ভাই মেহেদী হাসান (২২) পেছন থেকে অতর্কিতভাবে ছুরি দিয়ে তার বুক ও কোমরে আঘাত করে।

পরিবারের সদস্যরা দ্রুত আহত সোহাগকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন

সর্বশেষ