যশোরে মামিকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী বাপ্পির বিরুদ্ধে মামলা

আরো পড়ুন

যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামে মধ্যরাতে ‘গুরুত্বপূর্ণ কথা আছে’ বলে ডেকে নিয়ে গিয়ে প্রতিবেশী মামিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাপ্পি হোসেনের (পিতা- ইব্রাহিম হোসেন ইব্রা) বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন ভিকটিম নিজেই। শুক্রবার রাতে তিনি এ মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিমের স্বামী বিদেশে থাকেন। তিনি সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করেন। প্রতিবেশী বাপ্পির পরিবারের সাথে তাদের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, বাপ্পি তাকে মামি বলেই সম্বোধন করতেন।

ভিকটিম জানান, গত ১৬ এপ্রিল রাত ১০টার দিকে তিনি সন্তানদের খাইয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১১টা ৪০ মিনিটে বাপ্পি হঠাৎ তার বাড়িতে এসে দরজায় কড়া নাড়ে এবং গুরুত্বপূর্ন কথা আছে বলে দরজা খুলতে বলেন। সরল বিশ্বাসে দরজা খোলার পর বাপ্পি জোর করে ভেতরে ঢুকে তার মুখ চেপে ধরে পাশের রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে হত্যার ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান এবং পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক জানান, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। আসামি বাপ্পিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

আরো পড়ুন

সর্বশেষ