নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু,

আরো পড়ুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে নুরুল আমিন কালা (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের সল্যাঘটাইয়া গ্রামের বাসিন্দা। তিনি নূর আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টির মধ্যে নুরুল আমিনসহ চার দিনমজুর দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে অন্য তিনজন নিরাপদে সরে যেতে পারলেও নুরুল আমিন গাছ কাটার করাত হাতে থাকায় দৌঁড়াতে পারেননি। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের পর তার চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং শরীর নিথর হয়ে যায়।

এ বিষয়ে সুধারাম থানার ডিউটি অফিসার এএসআই রহমান মঞ্জুর জানান, ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় মাইজদীতে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টানা তাপদাহের পর এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও, জমির পাকা বোরো ধান কাটার কাজ নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে।

জাগো/রনি

 

আরো পড়ুন

সর্বশেষ