নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীর (প্রায় ৫৫ বছর বয়সী) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় আশ্রয়ণ প্রকল্পের পাশের একটি খেতের ঘাসের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি কয়েক সপ্তাহ আগের।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে এক যুবক ঘাস কাটতে গিয়ে ঘাসের ভেতর কঙ্কালটি দেখতে পান এবং চিৎকার দেন। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুমিল্লা সিআইডি টিমকে অবহিত করে। সিআইডির সদস্যরা আলামত সংগ্রহ করে কঙ্কালটি থানায় নিয়ে আসেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, কঙ্কালটি একজন নারীর এবং তার দুই হাতে চুড়ি ছিল। পরনের কাপড় নষ্ট হয়ে গেছে, শরীরের মাংস পচে কেবল হাড় অবশিষ্ট আছে। তার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে।
তিনি আরও জানান, সিআইডির বিশেষ দল আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

