নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আরো পড়ুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন—দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) ও সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা দুজনই স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে খেলতে গিয়ে দুই শিশু মায়েদের অগোচরে পুকুরে নামে। পরে তারা পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা এক শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে। পরে আরেক শিশুর মরদেহও উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুইজনকেই মৃত ঘোষণা করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ