কাজী নাবিল আহমেদ ও পরিবারের বিপুল সম্পদ জব্দের আদেশ

আরো পড়ুন

যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেমকন গ্রুপের অন্যতম মালিক কাজী নাবিল আহমেদ, তার পরিবারের সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা বিপুল সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনটি করেন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম।

আদেশ অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে কাজী নাবিল ও তার পরিবারের নামে থাকা ৩৬২.৪৩ একর জমি, ঢাকায় থাকা সাতটি ফ্ল্যাট, ধানমন্ডি, গুলশান ও মোহাম্মদপুরে ভবন ও জমি, যশোরে বসতবাড়ি ও কক্সবাজার, সেন্টমার্টিনে সম্পত্তি জব্দ করা হয়েছে।

এছাড়াও, কাজী নাবিলের ভাই কাজী আনিস আহমেদের যুক্তরাষ্ট্রের AGNETA LLC কোম্পানিতে ৬১ লাখ ৩৯ হাজার ৩১ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা) বিনিয়োগ অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এই বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি নেওয়া হয়নি।

এর আগে গত ১৩ মার্চ তাদের পরিবারের নামে থাকা ৩৬টি কোম্পানির ৪ কোটি ২৬ লাখেরও বেশি শেয়ারও অবরুদ্ধ করে আদালত।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত চলমান থাকায় এসব সম্পদ জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি দেশের দুর্নীতিবিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

আরো পড়ুন

সর্বশেষ