বেনাপোলে স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টায় ছয় নারী আটক

আরো পড়ুন

যশোরের বেনাপোলে প্রতারণার মাধ্যমে এক নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ছয় নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ছিনতাইকারীদের ধরে পুলিশে সোপর্দ করেন।

আটক নারীরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সাহানা আক্তার, ইভা আক্তার, সুলতানা খাতুন, মোর্শেদা, রাবেয়া এবং নারগিস বেগম।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস জানান, এক গৃহবধূ বাজার শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে বোরকাপরা ছয় নারী একই ইজিবাইকে উঠে তাকে জিম্মি করে এবং প্রতারণার মাধ্যমে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে পথচারীরা ছুটে এসে ছিনতাইকারীদের ধরে ফেলে।

পুলিশ জানায়, আটক নারীরা পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন এলাকায় তারা একই ধরনের অপরাধে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ