যশোর সদর উপজেলার কামালপুর গ্রামে জমি বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে মারধরের ঘটনায় এক মাস পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী সুরাইয়া আক্তার রিয়া ওরফে ঋতু মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে মৃত মফিজ উদ্দিনের ছেলে আল আমিন (২৫), সৈয়দ পাটালীর ছেলে বাদশা (২৬) ও বাদশার মা কুলসুম (৪৫)-কে।
ঋতু এজাহারে জানান, গত ৩১ মার্চ রাত নয়টার দিকে আসামিরা বাঁশ, জিআই পাইপ ও লোহার রড নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার ছেলে রেজওয়ান প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। এগিয়ে এলে তিনি ও স্বামী কবির হোসেনও হামলার শিকার হন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

