গতকাল দুপুরে যশোর-ছুটিপুর সড়কের কায়েমকোলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দীপু মনি (২৬) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক—সুজন (১৭) ও রাকীব (১৮)।
নিহত দীপু মনি যশোরের চৌগাছা উপজেলার উজিরপুর গ্রামের হাফিজুর রহমানের পুত্র এবং যশোর সরকারি এম এম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের আত্মীয় বাবু জানান, দুপুর ১টার দিকে বুক ভরা বাওড় এলাকা ঘুরে তারা ৬ জন দুটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কায়েমকোলার ঘোড়দাহ জামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এতে দীপু মনি, সুজন ও রাকীব গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাবু দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. একেএম সুজায়েজ হোসেন দীপু মনিকে মৃত ঘোষণা করেন।
রাকীবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং সুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, রাকীব পাশাপোল গ্রামের রাজা মিয়ার ছেলে এবং সুজন একই গ্রামের মিন্টু মিয়ার পুত্র। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু।

