যশোর শহরের পুরাতনকসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজার এলাকায় লিচু কুড়ানোকে কেন্দ্র করে সংঘটিত সন্ত্রাসী হামলায় ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় শামীমুজ্জামান শামীম (৫৫) নামে একজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
আহত শামীমুজ্জামানের বাড়ি কাঁচা বাজার রোডের মিরপাড়ায়। অন্যান্য আহতরা হলেন তার ছেলে ফারহান (১৪), ফেরদৌস হোসেন (১৬), আপন (১৬) ও আকাশ (১৮)। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আমিরুজ্জামান শামীম জানান, রোববার দুপুর ১টার দিকে ওই কিশোররা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এক লিচু গাছের নিচে খেলার সময় পড়ে থাকা লিচু কুড়াতে থাকে। এ নিয়ে ডাকু নামের এক ব্যক্তির ভাই এবং কাঁচামাল ব্যবসায়ী হাসিব, তার কর্মচারী সিয়াম ও শাহিনসহ আরও কয়েকজন অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা কিশোরদের দোকানের ভিতর আটকে রেখে শারীরিক নির্যাতন করে। বিষয়টি জানতে পেরে শামীম তাদের উদ্ধার করতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে ভর্তি করেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

