যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিবকে ফের আটক করেছে পুলিশ। সোমবার আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে সন্ধ্যায় কারাগার থেকে বের হওয়ার পরপরই তাকে পুনরায় আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত।
ভাইপো রাকিব ওই এলাকার বাসিন্দা কাজী তৌহিদের ছেলে। তার স্বজনদের দাবি, সম্প্রতি ডিবি পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে এবং এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। সোমবার জামিনে মুক্তি পেলেও কারাগারের ফটক থেকে বের হতেই পুলিশ ফের তাকে ধরে নিয়ে যায়।
ওসি আবুল হাসনাত জানান, ভাইপো রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তিনি একটি মামলার সন্দেহভাজন আসামিও। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইপো রাকিব দীর্ঘদিন ধরেই এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ রয়েছে।

