বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় যশোর সরকারি এম এম কলেজ, সিটি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছত্রছায়ায় থেকে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তারই অংশ হিসেবে তারা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এই নৃশংস ঘটনার ভিডিও ফুটেজ থাকলেও অপরাধীদের রক্ষা করতে কিছু নেতা দায় এড়িয়ে চলছেন বলেও অভিযোগ ওঠে।
বক্তারা আরও বলেন, ছাত্রদল কোনো হঠাৎ গড়ে ওঠা সংগঠন নয়। এটি নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান ফ্যাসিবাদের বিরুদ্ধেও সক্রিয় রয়েছে। ছাত্রদলের বহু নেতাকর্মী আন্দোলনে প্রাণ দিয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। জাহিদুল ইসলাম পারভেজের মতো কর্মীর হত্যার বিচার না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সরকারি এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান ও সদস্য সচিব রিফাত হোসেন।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
যশোরে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

