মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০ এপ্রিল যশোর শহর ও শহরতলির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানকালে বিভিন্ন মামলার আসামি ও নানা অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিন সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও যুবলীগ নেতা শফিকুজ্জামান জুয়েলের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় পুলিশ ওইসব বাড়ি ঘিরে রাখে এবং সেখানে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে। তবে অভিযানের সময় উল্লিখিত তিনজন নেতাই বাড়িতে অনুপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, এই অভিযান চলমান রয়েছে এবং এখন পর্যন্ত কাজীপাড়া, পুরাতন কসবা, বারান্দিপাড়া, সিটি কলেজপাড়া, চাঁচড়া রায়পাড়া, বিরামপুর, উপশহর, খোলাডাঙ্গা, ধর্মতলা, পালবাড়ি, ষষ্টিতলাপাড়া, শংকরপুর, রেলগেট, বেজপাড়া, আরএন রোড, খড়কী ও কারবালা এলাকায় তল্লাশি চালানো হয়েছে।
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি সূত্র জানায়, ডিবির একাধিক টিম এবং কোতোয়ালি থানা পুলিশের কয়েকটি দল একযোগে এই অভিযান পরিচালনা করছে। মূলত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের ধরতেই এই তৎপরতা।
ডিবির ওসি মনজুরুল হক জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে। শুধু আওয়ামী ঘরানার নয়, অপরাধে জড়িত যেকোনো দলের ব্যক্তিদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সূত্র জানায়, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকারবিরোধী কর্মসূচির পর দেশের বিভিন্ন এলাকায় পুলিশি টহল কমে যাওয়ায় যশোরেও অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ড এবং অপরাধ বেড়ে যাওয়ায় পুনরায় কঠোর অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া, বিভিন্ন পুরোনো মামলায় নতুন আসামি হওয়া ও নতুন করে গড়ে ওঠা অপরাধ চক্রের দাপটে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়ছিল। পুলিশের দাবি, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে

