যশোরে হঠাৎ করে একাধিক ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ। রোববার সন্ধ্যা ও রাতে এসব মিছিল বের করা হয় বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। যদিও ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লেও বাকি মিছিলগুলোর কোনো দৃশ্যমান প্রমাণ মেলেনি।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘোপ বাবলাতলা ও ঢাকা রোড এলাকায় অনুষ্ঠিত মিছিল থেকে “জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে”, “শেখ হাসিনার দুই নয়ন—বাংলাদেশের উন্নয়ন” স্লোগান দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, রোববার রাতেও শহরের মণিহার এলাকায় আরেকটি ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা। তবে সেই মিছিলের কোনো ভিডিও বা ছবি তারা দেখাতে পারেননি।
এদিকে, রাজনৈতিক তৎপরতা নিয়ন্ত্রণে রোববার দিনভর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যশোর শহরে সক্রিয় ছিল। পুরাতন কসবা কাঁঠালতলায় টহলের পাশাপাশি, কয়েকজন নেতার বাড়িতে অভিযান চালানো হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করা হয়নি।
এদিন বিকেল ৫টার দিকে নাশকতার মামলায় ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল এবং নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের আদালতে হাজির করা হয়েছে বলে জানানো হয়।

