ওয়ারীতে দম্পতির মরদেহ উদ্ধার: পাশে চিরকুটে শেষ ইচ্ছা

আরো পড়ুন

রাজধানীর ওয়ারী থানাধীন ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও তার স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত মুঈদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার আড়াই কান্দি গ্রামে। তার স্ত্রী রত্নার বাড়ি একই জেলার চৌদ্দগ্রামে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহম্মদ জানান, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, “বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।”

পুলিশ জানায়, মুঈদের মরদেহ পচে গিয়েছিল এবং স্ত্রী রত্নাকে একই বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, স্বামী চার-পাঁচ দিন আগে ক্যানসারে মারা যান এবং এই শোক সহ্য করতে না পেরে স্ত্রী আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত হতে মরদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, তারা সামাজিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন। একটি ছুটা গৃহকর্মী ছাড়া তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। গৃহকর্মী জানায়, দুই মাস ধরে বেতন দেননি। গত বৃহস্পতিবার বেতন চাইতে এসে সাড়া না পেয়ে ফিরে যান। পরে শনিবার বাড়িওয়ালার সহায়তায় আবার বাসায় গিয়ে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।

মুঈদের বড় ভাই ডা. মুগলী সানি বলেন, ২০০৯ সালে তাদের বিয়ে হয়েছিল। তাদের কোনো সন্তান ছিল না। ২০২১ সালের পর থেকে পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। পুলিশের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন তিনি।

পুলিশ জানিয়েছে, বাসার ভেতরের দরজাগুলো খোলা ছিল এবং কলাপসিবল গেট তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়, যেটি ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনার তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বশেষ