যশোরে সন্ত্রাসী ডেঞ্জার সোহাগসহ দুইজন আটক

আরো পড়ুন

যশোর শহরের শংকরপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ডেঞ্জার সোহাগসহ দুইজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে, ডেঞ্জার সোহাগ যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফার ক্যাডার হিসেবে পরিচিত।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, শনিবার বিকেলে শংকরপুর সন্যাসী দিঘির পাড় এলাকা থেকে ডেঞ্জার সোহাগকে আটক করা হয়। সে শহরের শংকরপুর এলাকার ধলু শেখের ছেলে। ডেঞ্জার সোহাগের বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ডেঞ্জার সোহাগ ছিল শংকরপুর এলাকার ত্রাস। আওয়ামী লীগের শাসন আমলে তার অত্যাচারে এলাকার শান্তিপ্রিয় মানুষ হতাশ হয়ে পড়েছিল। গোলাম মোস্তফার দেহরক্ষী হিসেবে পরিচিত সোহাগ শংকরপুরের বিএনপি কর্মী মশিয়ার রহমান হত্যার আসামিও ছিলেন।

এছাড়া, ডিবি পুলিশ জানায়, রমজান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হৃদয় (অথবা ভাগ্নে হৃদয়) ওরফে ইমন-কুদরত গ্যাংয়ের সদস্যকে শনিবার রাতে পুলেরহাট এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৮টি মামলা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ