বাংলা নববর্ষ ১৪৩২ কে ঘিরে উৎসবমুখর পরিবেশে যশোরে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে পূজা উদযাপন পরিষদ। সোমবার (১৪ এপ্রিল) সকালে সংগঠনের হরিসভা মন্দিরস্থ কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পবিত্র মঙ্গল প্রদীপ প্রজ্বলন, যা দিয়ে আয়োজনের শুভ সূচনা করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় ধর্মীয় গুরু, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সবাই মিলে সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা বলেন, “বাংলা নববর্ষ শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আমাদের চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ এই উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।”
নিজস্ব আয়োজন ছাড়াও ঢাক-ঢোলের তালে, রঙিন সাজে ও আনন্দঘন পরিবেশে সংগঠনটি অংশ নেয় জেলা প্রশাসনের আয়োজিত সম্মিলিত নববর্ষ শোভাযাত্রায়। শোভাযাত্রা শেষে কার্যালয়ে চলে আনন্দ আড্ডা, আপ্যায়ন ও সাংস্কৃতিক পরিবেশনা।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই আয়োজনে নববর্ষের প্রথম দিনটি যশোরবাসীর জন্য নিয়ে আসে আনন্দের এক অনন্য অনুভূতি।