যশোর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস। আজ সকাল ১০টা ২০ মিনিটে যশোর শহরের মুজিব সড়ক রেলক্রসিংয়ের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেল স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হোসেন।
তিনি জানান, ট্রেনটিকে ১ নম্বর লাইনে প্রবেশ করানো হচ্ছিল, ঠিক তখনই একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল কাজ শুরু করে দিয়েছে। স্টেশন মাস্টার আশা প্রকাশ করেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে।
এদিকে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।