যশোরের মণিরামপুরে চড়ক পূজার খেজুর ভাঙা উৎসবে অংশ নিতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে এক সন্ন্যাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৩৭), তিনি মণিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের অজিত দাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, চড়ক পূজার অংশ হিসেবে সন্ন্যাসীরা খেজুর ভাঙার জন্য একত্রিত হন। সোমবার বিকেল ৫টার দিকে মণিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি প্রায় ৪০ ফুট উঁচু খেজুর গাছে উঠেন দেবু। এ সময় গাছ থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, তারা ঘটনার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
চড়ক পূজাকে ঘিরে এমন একটি দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।