নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে আগুন দেওয়ার ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন জানান, ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে—একজন ব্যক্তি, যার মুখে ছিল কালো মাস্ক ও পরনে ছিল জিন্স, ঠান্ডা মাথায় মোটিফটিতে আগুন দেন। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
ঘটনাটি ঘটে ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে। আগুনে মূল মোটিফটি পুরোপুরি পুড়ে গেছে বলে জানান চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল। তিনি বলেন, আগুন মূলত ফ্যাসিবাদের মুখাকৃতি টার্গেট করেই লাগানো হয়েছে, যার ফলে শান্তির প্রতীক পায়রাটিও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
এক শিক্ষার্থী বলেন, “মোটিফটির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। আজকের মধ্যেই এটি সম্পূর্ণ প্রস্তুত হতো। এটি নিঃসন্দেহে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা নিশ্চিত কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখতে হবে প্রশাসনের কোনো সদস্য জড়িত কি না, কারণ রাতেও এখানে পুলিশ মোতায়েন ছিল।”
উল্লেখ্য, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে চারুকলা অনুষদে তৈরি করা হয়েছিল একটি ২০ ফুট উচ্চতার ‘ফ্যাসিবাদী প্রতিকৃতি’। বাঁশ-বেত ও কাগজে তৈরি ওই প্রতিকৃতির মুখাবয়বে ছিল শিং-এর মতো আকৃতি, যা নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। এটিই ছিল এবারের শোভাযাত্রার প্রধান আকর্ষণ।