শার্শায় ট্রাকের ধাক্কায় নারী নিহত, স্বামী আহত

আরো পড়ুন

যশোর-বেনাপোল মহাসড়কের ত্রিমহিনী শ্যামলাগাছী মোড়ে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তানিয়া খাতুন (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তানিয়া খাতুন শার্শা উপজেলার লাউতারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং সেলিম হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানিয়া তার স্বামী সেলিম হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে শার্শা থেকে নাভারণ যাচ্ছিলেন। পথিমধ্যে ত্রিমহিনী শ্যামলাগাছী মোড়ে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-৮৪-০২২৪) তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তানিয়া ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী সামান্য আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে শার্শা থানা ও নাভারণ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ