ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে যশোরে দিনভর বিক্ষোভ

আরো পড়ুন

ফিলিস্তিনের গাজা ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে শুক্রবার দিনভর বিক্ষোভে উত্তাল ছিল যশোর শহর। নানা সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় মিছিল, মানববন্ধন ও সমাবেশ। এসব কর্মসূচিতে ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানানো হয়।

দুপুরে যশোর দড়াটানা ভৈরব চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে এই সমাবেশ থেকে একটি মিছিল বের হয়ে খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বক্তারা অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী নারী, শিশু ও বৃদ্ধদের পর্যন্ত রেহাই দিচ্ছে না; হাসপাতাল ও শরণার্থী শিবিরেও হামলা চালানো হচ্ছে। তারা বলেন, বিশ্বের বড় শক্তিগুলো চুপচাপ থাকায় মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। একইসাথে জাতিসংঘ ও ওআইসি-র ব্যর্থতাকেও দায়ী করেন তারা।

দিনভর এই বিক্ষোভ কর্মসূচিতে হেফাজতের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে নেতারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মহম্মদপুর (মাগুরা) থেকেও একইদিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ হয়। এতে বিএনপি, হেফাজত ও বিভিন্ন মসজিদের ইমামরা বক্তব্য রাখেন।


প্রয়োজনে আরো সংক্ষিপ্ত বা সম্পাদিত রূপে দিতে পারি—আপনার নির্দেশ দিন।

আরো পড়ুন

সর্বশেষ