যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি ঈদগাহ ময়দান কমিটি গঠনকে কেন্দ্র করে নিজ দলীয় নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন শহিদুল ইসলাম নামের এক বিএনপি নেতা। তিনি মঠবাড়ি গ্রামের মৃত শাহাজান আলীর ছেলে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি।
আহতের স্বজনরা জানান, সম্প্রতি মঠবাড়ি ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন শহিদুল ইসলাম। কমিটি গঠনের দিন তার সমর্থকদের ওপর হামলা চালায় একই দলের নেতা সাইফুল মাস্টারের অনুসারীরা।
শুক্রবার রাত ৮টার দিকে শহিদুল ইসলাম ওই ঘটনার কারণ জানতে সাইফুল মাস্টারের সঙ্গে কথা বলতে যান। এ সময় সাইফুল মাস্টারের নেতৃত্বে শিমুল, আলমগীর, রনি ও আরও ৭-৮ জন মিলে শহিদুল ইসলামের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত শহিদুল ইসলাম বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।