ধর্ষণের শিকার যমজ দুই বোনের পাশে তারেক রহমান: পুনর্বাসন ও আইনি সহায়তার উদ্যোগ

আরো পড়ুন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধর্ষণের শিকার হওয়া যমজ দুই বোনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক পুনর্বাসন, আইনি সহায়তা ও চিকিৎসা সহায়তা প্রদানের ঘোষণা এসেছে তার পক্ষ থেকে।

সোমবার (৭ মার্চ) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন নিপীড়িত নারী ও শিশু আইন সহায়তা সেলের সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ

 মানবিক দায়িত্বে পাশে বিএনপি

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন,

“এই ঘটনা শুধুই রাজনৈতিক নয়, এটি একটি মানবিক ইস্যু। তারেক রহমান সমাজের দায়বদ্ধতা থেকে এ পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার প্রাথমিক পর্যায়ে আইনি সহায়তা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিলেও, পরবর্তীতে ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) মাধ্যমে চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন,

“ড্যাব ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে পাঁচ সদস্যের একটি সেল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে অন্য ভুক্তভোগীরাও এই সেলের মাধ্যমে চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা পাবেন।”

 সম্মেলনে উপস্থিত ছিলেন:

  • জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া
  • সদস্য সচিব হারুনর রশীদ আজাদ
  • জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল হোসাইন বুলবুল
  • নোয়াখালী ড্যাবের সভাপতি ডা. সাইফুল ইসলাম
  • সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার

আরো পড়ুন

সর্বশেষ