গাজা ও রাফায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি

আরো পড়ুন

ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে মঙ্গলবার যশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

সকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বক্তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সোচ্চার হওয়া জরুরি। তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানান, যেন বাংলাদেশের পক্ষ থেকে জোরালো অবস্থান তুলে ধরা যায়।

জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, “আমরা যশোর ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর নয়—প্রতিবাদ হবে শৃঙ্খলার মধ্যেই।”

জেলা সাধারণ সম্পাদক কারুজ্জামান বাপ্পি বলেন, “একজন মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। এই ঐক্য মানবিক দায়িত্ব।”

উল্লেখ্য, কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সোমবার যশোর জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের অংশগ্রহণে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ফিলিস্তিনে চলমান সংকটের প্রেক্ষাপটে পূর্ব নির্ধারিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্থগিত করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ